মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলা-০৩ আসনের সংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। তিনি সেদিন শত বাঁধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলেই আজ আমরা গনতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ।
বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লালমোহন উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে এমপি শাওন এসব মন্তব্য করেন।
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে নাটক মহাস্বপ মন্তস্থ হয়। এরপর মাল্টিমিডিয়ার মাধ্যমে স্থির প্রমান্যচিত্র প্রদর্শণ করা হয়।