উজ্জ্বল কুমার দাস,কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় নানা আয়োজনে উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২২ মে(সোমবার)সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা ও একটি আনন্দ রেলী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।এর পর সংগঠনটির পক্ষ থেকে কচুয়া উপজেলা সরকারি পুকুর সহ মোট ১০ টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া আওয়ামী মৎস্য জীবী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মাহামুদুল হাচান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বাঁধল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি বনলতা দাস।এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
পরবর্তীতে মৎস্যজীবী লীগের কচুয়া উপজেলা সভাপতি রিপন শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,আওয়ামী মৎস্যজীবী লীগের বাগেরহাট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর,জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী খান,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃসাইফুল ইসলাম খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,সাধারণ সম্পাদক এসএম আবু বক্কর সিদ্দিক,যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাচান কচি,জেলা পরিষদের সদস্য ও কচুয়া উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর,কচুয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সুমন সহ প্রমুখ।
এদিন অনুষ্ঠিত অনুষ্ঠানে কচুয়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা ব্যাপারি,সহ সভাপতি মিরাজ শেখ,গোপিনাথ সাহা,মোজাম্মেল খান,ইব্রাহীম,মমতাজ উদ্দিন জামিল,যুগ্ম-সাধারণ সম্পাদক রবি কাজী এবং মৎস্যজীবী লীগের সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।