গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে ফিতা কেটে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ও সেবাগৃহের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। সোমবার বিকেল ৪টায় উদ্বোধন শেষে বৃক্ষরোপন করেন তিনি।
এ উপলক্ষে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসের নবনির্মিত সেবাগৃহে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। এসময় সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলী আক্কাছ ও আনিসুর রহমান বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক আবু নাছের বলেন, আমরা জনগণের সেবক। জনগণের সুবিধার্থে সরকার স্মার্ট ভূমি সেবায় প্রবেশ করতে যাচ্ছে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল নাগরিক সেবা ও জমি ক্রয়ের সাথে সাথে ক্রেতা তার মালিকানার সকল কাগজপত্র অনলাইনের মাধ্যমে দ্রুত গতিতে পাবেন বলেও জানান তিনি।