নিজস্ব প্রতিবেদকঃ নাটোর জেলার কালিকাপুর (বনপাড়া) জোয়াড়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২১-২০২২ অর্থ-বর্ষের ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকাল দুপুর ১২ টায় মোল্লা হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে জোয়াড়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় জোয়াড়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারি আরিফ মিয়া, প্রধান আলোচক ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
বিশেষ অতিথি ছিলেন নাটোর-পাবনা জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস, মাঝগ্রাম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়াইগ্রাম পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান খালেক সরকার।
এসময় উপস্থিত ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, ট্রেজারার রফিকুল ইসলাম,
ডিরেক্টর সবুজ আলী ও দেলোয়ার হোসেন, উপজেলা ব্যবস্থাপক আকতার হোসেন, প্রোগ্রাম অফিসার রোজী বিশ্বাস, প্রোগ্রাম এসিস্ট্যান্ট ছন্দা গমেজ, অফিস সহায়ক দেলোয়ার হোসেন সহ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এসময় বক্তাগন শেয়ার, সঞ্চয় ও আমানত জমা এবং আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।