সুনামগঞ্জ প্রতিনিধিঃ সরকার কর্তৃক আদালত অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদসহ ১০ দফা দাবিতে সুনামগঞ্জ জেলা বি এনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশ শেষে নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বেড় করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্তি হয়।
জেলা বি এনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বি এনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি এনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ্জাহান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি এনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন,বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সুনামগন্জ এক নির্বাচনী এলাকা থেকে বি এনপি মনোনীত বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব নজির হুসেন, কেন্দ্রীয় বি এনপির সম্মানিত সদস্য সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,জেলা বি এনপির সহঃ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা বি এনপির সহঃ সভাপতি নাদের আহমেদ, আবুল কালাম আজাদ,জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, জেলা যুবদলের আহ্বায়ক আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সহঃদপ্তর সম্পাদক শামরুল ইসলাম, জেলা যুবদলের অন্যতম নেতা নাছির মিয়া সহ অসংখ্য নেতা কর্মী সমর্থকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বি এনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ্জাহান সরকারের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করুন, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, না হয় আন্দোলন করে আপনাদের বিদায় দেওয়া হবে৷ আজ পুরো গণতান্ত্রিক বিশ্ব শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনাদের পালাবার পথ খুজে পাবেন না। সময় থাকতে জনতার দাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্বাচন দিন।না হয় জনগন এক দফা আন্দোলনের মাধ্যমে আপনাদের ক্ষমতাচ্যুত করবে।
সাবেক সংসদ নজির হুসেন বলেন, দেশের মানুষ আজ এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি চায়, সুনামগঞ্জ জেলা বি এনপির জনসমাবেশ থেকে সরকার পতনের ডাক এসেছে। আমরা আজ ঐক্যবদ্ধ আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।