নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২০২০ সালের ২৭ শে মে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বার্ধক্য জনিত কারণে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না:)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ বোরহানউদ্দিন উপজেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক ও সাংবাদিক নেতা বোরহানউদ্দিন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব দিন ইসলাম রুবেল।
জনাব দিন ইসলাম রুবেল তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর নামে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৩ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন।
এই প্রতিষ্ঠানটি বোরহানউদ্দিন উপজেলায় সুনামের সহিত শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে ।
আজ ২৭ শে মে ২০২৩ ইং রোজ শনিবার বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দিন ইসলাম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রব কাজী, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ উল্লাহ মিয়া, কাচিয়া ইউপি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোহাম্মদ আলী হিরা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মো. ফখরুল আলম মুন্সি, সহ-সভাপতি দেলোয়ার হোসেন মালতিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন লিটন, কাচিয়া ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রহমান নোমান,অত্র প্রতিষ্ঠানের সদস্য মাহফুজুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ এর শিক্ষক এবং শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা দঃ প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিপন সান সহ মাওলানা মো. হেলাল।
এসময় ভোলা দঃ প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিপন সান বলেন, প্রথমে মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান রেখে বলেন মুক্তিযুদ্ধাদের মুক্তিযুদ্ধা বলার আগে বীর মুক্তিযোদ্ধা বলতে হবে কারণ বীর মুক্তিযুদ্ধারা তাদের জীবন বাজি রেখে দীর্ষ ৯মাস যুদ্বো করার পর আমাদের দেশেকে স্বাধীন করেছে। এতে অনেক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে।তা না হলে আমরা এখন স্বাধীন বাংলাদেশ পেতাম না ।তাই মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান রেখে মুক্তিযুদ্ধা বলার আগে বীর লাগিয়ে বীর মুক্তিযোদ্ধা বলতে হবে।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাত মাহফিলের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়।