তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ মা মাছের প্রজনন মৌসুমে পোনা ও মা মাছ রক্ষায়,মা মাছের প্রজনন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার অর্ধশতাধিক চায়না দুয়ারি জাল ও প্লাস্টিকের চাঁই আটক করে,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।এসময় মা মাছ নিধনের দায় ৫ জন জেলেকে জনপ্রতি ২শত টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।আটককৃত চায়না দুয়ারি জাল ও প্লাসিকের চাই জনসম্মুখে আগুনে পুড়ে ভুস্মিভূত করা হয়।
আজ (২৭মে)শনিবার সকাল হতে বিকাল পর্যন্ত মা মাছের প্রজনন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরের রৌহা, চটানিয়া,ও লেছুয়ামারা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাথে ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ কবির,উপজেলা উদ্যোক্তা এনায়েত হোসেন পাটুয়ারি,রুপনগর আনসার ক্যাম্পের পিসি হোসাইন আহমদ প্রমুখ।এছাড়াও থানা পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন।