স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের সফল রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই এদেশের সামাজিক,অর্থনৈতিক ও গ্রামীন অবকাঠামোর উন্নয়ন হয়েছে এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান খুলনা,জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেন,একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের সর্বকালের শ্রেষ্ট্র রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের অসহায় গরীব দুঃখি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ৩৩ প্রকার ভাতা চালুর ব্যবস্থা করেছেন। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যের আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা,নারীর ক্ষমতায়ন,আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল পরিসেবা,প্রত্যান্ত এলাকায় বিদ্যুৎ,দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু অভিযোজনে সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে। এছাড়া আশ্রয়ন নামে একটি প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে আধা পাকা
ঘর তৈরি করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।দেশে মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি। এ পর্যন্ত আমরা ৫লাখ ৫৫ হাজার ২২৮টি পরিবারের মধ্যে ঘর নির্মাণ করে বিতরণ করা হয়েছে।শুধু তাই নয়,আয়বর্ধক প্রশিক্ষণ ও সুদমুক্ত রীন প্রদানের মাধ্যমে তাদের জীবিকায়নের ব্যবস্থা করা হয়েছে।দেশের প্রতিটি প্রান্ত শহরের সুবিধা পৌছে দিয়ে গ্রামগুলোকে শহরে পরিণত করা হচ্ছ। গত এক দশকের প্রচেষ্টার পর সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করার পাশসপাশি দেশ এখন লিঙ্গ বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে।আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগের কারণে আমরা এখন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বের সেরা দশটি দেশের মধ্যে আছি। আজ সারা বিশ্বে বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী,জাতীয় সংসদের স্পিকার,সংসদে বিরোধীদলীয় নেতা ও সংসদ উপনেতা সবাই নারী।তাই দেশ ও জাতির উন্নয়ন অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি গতকাল শনিবার বিকাল ৪টায় দাকোপের চালনা পৌরসভা মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরহুমা খাদিজা আকতারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কতা বলেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি বিজয় লক্ষ্মী সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী ও যুবনেতা রতন কুমার মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র রায়,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ণ,খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,জেলা আ’লীগনেতা শিউলি সরোয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা,সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা,জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,চালনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি রনজিত কুমার মন্ডল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়,সৌদি তায়েফ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজ্জাক ফরাজি,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়,ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির,রেজাউল ইসলাম রেজা,কবিরুল ইসলাম মনা,তাপস জেয়াদ্দার,চিশতি নাজমুল বাশার সম্রাট,দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধার সম্পাদক অমরেশ ঢালী সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মবৃন্দ।