নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখক গনের অভ্যান্তরীন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিবস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) সকাল ৯ টায় সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ের আয়োজনে অফিস প্রাঙ্গন মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোহা: মতিউর রহমান।
পবা উপজেলা সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা সাব রেজিস্ট্রার মোসা: খালেদা সুলতানা, তানোর উপজেলা সাব রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা দলিল লেখক মোঃ আয়নাল হক, মো: তারেক রহমান, মো: মিজানুর রহমান, মো: শফিকুল ইসলাম, মো শরিফ উদ্দিন, মো: আব্দুল আলিম, মো: শাহিনুর রহমান সহ উপজেলার দলিল লেখক, সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় দলিল প্রস্তুতকরণ, পাওয়ার অব এ্যাটনি, বন্টন নামা, জাবেদা নকল, রাজস্ব আদায়, দলিলের নকল সরবরাহ, সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত তথ্য, রেজিস্ট্রিকরণ বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।