বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের যশপুর জৈন্তাপুর মেডিকেল’র সামনে থেকে শুরু হয়ে গৌরিসংকর এলাকার পশ্চিম রাস্তা রাজবাড়ি খেলার মাঠের উত্তর অংশ দিয়ে ফুলবাড়ি খিলারতৈল রাস্তায় সংযোগ সড়ক নিমার্ণ (সংস্কার) কাজ চলিত অর্থ বছরে শুরু করা হবে।
প্রথম অবস্থায় রাস্তা প্রস্থতকরণে মাটির কাজ শুরু করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ পরিদর্শন করেন। তিনি’র নিবার্চনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রাস্তা নিমার্ণ (সংস্কার) কাজের উদ্যােগ গ্রহন করা হয়েছে। রাস্তার কাজ বাস্তবায়নে তিনি স্থানীয় মহল্লাহ বাসির সাথে এক মতবিনিময় সভা করে সবার সহযোগিতা কামনা করেন। পরে তিনি সরজমিনে রাস্তা পরিদর্শন করতে যান। এসময় এলাকার সবর্স্থরের জনগণ দ্রুত রাস্তা’টি সংস্কার কাজ বাস্তবায়ন করার অনুরোধ জানান। এই রাস্তা নিমার্ণ (সংস্কার) কাজ করতে গৌরিসংকর বাসি দীর্ঘদিন থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ সহ প্রশাসনের কাছে দাবী জানিয়ে আসছিলেন।
এসময় এলাকার প্রবীণ মুরব্বি মো: হারুন মিয়া, ব্যবসায়ী বাবুল আহমদ, ব্যাংকার কামাল হোসেন, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ডা: মিছবাহ, সমাজসেবী লেচু মিয়া, ব্যবসায়ী শুক্কুর আলী, যুবলীগ নেতা বাবলু দাস, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মো: বদরুল, যুবলীগ নেতা প্রবাসী সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা তাফসীরুল ইসলাম পলাশ সহ এলাকার আরও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত
ছিলেন।