বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবার (২ জুন) দুপুর ৩ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড এই গরমে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বিটুমিন গলে যাচ্ছে।এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে ছোট-বড় যানবাহন চালককে।
তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাসেল শাহ্ জানান,বৃহস্পতিবার দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দমমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এর আগে বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েক দিনের তীব্র তাপে পঞ্চগড়-বাংলাবান্ধ মহাসড়কের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিটুমিন বা পিচ গলে যেতে শুরু করেছে। যেসব স্থানে গাছ বা ছায়া নেই সেসব স্থানে এই সমস্যা বেশি হচ্ছে।বিশেষ করে সড়কের যেই স্থানে নতুন করে কার্পেটিং করা হচ্ছে সেটাতেই, পূর্বেক কার্পেটিং এ কোন রকম সমস্যা নাই। নতুন করে ২১ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কটি সংস্কার করা হচ্ছে।
ইজিবাইকচালক নুর আলম বলেন, উপজেলায় আরও অনেক সড়ক রয়েছে। তবে কোনোটিরই এমন অবস্থা নেই।
মোটরসাইকেল চালক স্বপন বলেন,সড়কটির যে অবস্থা ভয় ভয় করে চলাচল করতে হয়।পিছলে পড়ার আতঙ্ক নিয়ে চলি সবসময়।
সিপাহি পাড়া বাজারের ব্যবসায়ী মিম বলেন, রাস্তাটি সংস্কার করার আগেই ভালো ছিল। নিম্নমানের কাজের কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে। এ কারণে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন,সড়কটি সংস্কার কাজ করার সময় তেল বেশি পড়ার কারনে এমনটি হতে পারে। আমরা রাস্তার বিভিন্ন স্থানে বালু দিয়ে গরম পিচ ঢেকে দিচ্ছি।