মোঃ সিফাত হোসেন,পটুয়াখালীঃ দুমকিতে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কে হচ্ছেন নৌকার মাঝি! এ নিয়ে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুমকি উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেতে শ্রীরামপুর ইউনিয়নে ৩জন ও লেবুখালী ইউনিয়নে ৩জন প্রার্থী ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। আর দলীয় প্রার্থী চুড়ান্ত করতে লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগ আজ রবিবার সকাল ১০টায় পাগলার মোড়ে ও শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিকেল ৩টায় জনতা কলেজ চত্বরে বর্ধিত সভার আয়োজন করেছে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের তৃণমূল থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সমর্থন ও আস্হা অর্জনের জন্য যোগাযোগ রক্ষা করে চলছেন।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম। তিনি জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত, সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক দূরদর্শিতা, জ্বালাময়ী বক্তব্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এলাকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অপর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত দুমকি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধা। তিনি গত এক বছর ধরে এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন, হাটবাজারে গনসংযোগ, ইউনিয়নের সর্বত্র চষে বেড়াচ্ছেন।
অপরদিকে লেবুখালী ইউনিয়ন আ’লীগ সূত্রে জানা গেছে, দলীয় ফরম কিনেছেন উপজেলা আ’লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা। তিনি দুমকি উপজেলা আ’লীগের দুর্দিনে চারদলীয় জোট সরকারের আমলে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উপজেলা আ’লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, লেবুখালী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও লেবুখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অপর এক তরুণ উদীয়মান নেতা গত নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী লেবুখালী ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মরহুম শাহআলম আকনের ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন। তিনি এলাকায় যুবসমাজে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের স্নেহভাজন হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামীলীগ রাজনীতিতে নতুন মুখ জজকোর্ট পটুয়াখালী ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) এর আইনজীবী এডভোকেট সালাহউদ্দিন বাপ্পি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগ বর্ধিত সভার মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আজ সিদ্ধান্ত নিয়ে তালিকা কেন্দ্রে পাঠানো হবে।