মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সরকারীভাবে হাসপাতালে সরবরাহকৃত ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ জন্মনিয়ন্ত্রণ সুখী বড়ি ভারতে পাচারের সময় জব্দ করেছে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরিফুর রহমান ফারাজীর নেতৃত্বে পুলিশ দল উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে মফিজুর রহমানের বাড়ীতে হানাদিয়ে সুখী বড়ি উদ্ধার করে। এসময় তল্লাশী করে ৪লাখ ২০হাজার পিচ সুখী বড়ি জব্দ করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তদেশীয় সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ দল।
আটককৃতরা হলেন পশ্চিম কৈখালী গ্রামে শামসুর গাজীর ছেলে ইসরাফিল গাজী ও আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ মোজাম গাজী।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে সরকারীভাবে সরবরাহকৃত জন্মনিরোধক সুখী বড়ি ভারতে পাচারের খবর গোপনে জানতে পেরে পুলিশদল তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪লাখ ২০ হাজার পিচ সুখী বড়িসহ ওই দুই পাচারকারীকে হাতে নাতে আটক করা হয়। মালামাল সহ আসামীদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা সিন্ডিকেট চক্রের সদস্য বলে জনান পুলিশ।