বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ জাতীয় দিবস উপলক্ষে কাঁচা চা পাতার মুল্য বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে চা বাগান মালিক সমিতির আয়োজনে পঞ্চগড়ে চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাঁচা চা পাতার দাম সর্বনিম্ন ৪০ টাকা কেজি দর নির্ধারণ করার দাবি জানানো হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার কয়েকশ চা চাষি মানববন্ধনে অংশ নেন।
চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু সাঈদ, চা বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক মানিক খা, ক্ষুদ্র চা চাষি শাহীনুর রহমান, সামসুন্নাহার খুকি, আওরঙ্গজেব নতুন, সাংবাদিক শাহজালাল হোসেন প্রমুখ। এসময় ৯ দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন বর্তমানে কাঁচা চাপাতার মুল্য ১৫ টাকা কেজী দরে কিনছে চা কারখানা মালিকেরা। রিজেক্টেটের অজুহাতে প্রতিকেজী কাঁচা চা পাতার ৪০ শতাংশের দামও দেয়না। ফলে প্রতিকেজী কাঁচা চাপাতার দাম হয় ৮ থেকে ১০ টাকা। এতে চা চাষিরা লোকশান গুণছেন। অবিলম্বে কাঁচা চা পাতার মুল্য বৃদ্ধি না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।