জিয়াউল ফারুক রবি,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।আখের জমিতে আষাঢ়ের বৃষ্টির পানি আসার আগেই খেতের বিভিন্ন যায়গায় কাজকর্ম সেরে নিচ্ছেন চাষিরা। তিনটি ইউনিয়নে ২১ হেক্টর জমি চাষ হয়েছে আখের। এবছর সার,ঔষধ, ও শ্রমিক খরচ বেশি হওয়ায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কিত চাষিরা। তিনটি ইউনিয়নে ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের আখ চাষ করছেন চাষীরা। আগামী আশ্বিন-কর্তিক মাসে আখ বিক্রির জন্য পুষ্ট ও পরিপক্ব করা এবং রোগবালাই পোকের আক্রমণ প্রতিরোধে জন্য কীটনাশক প্রয়োগ করছেন।পরে প্রচুর বৃষ্টি পাতের কারনে পরিচর্যা করা সম্ভব হবে না বলেই রাত দিন পরিচর্যা করে যাচ্ছেন চাষিরা।
এসব বিষয় যানতে চাইলে মোঃ হেজু(কাশেম) (৫৬) ও মোঃ সামিম (২২) বলেন আমরা ব্যক্তিগত পর্যায়ে আখ চাষ করি। সরকারি কোন সুযোগ সুবিধা পাইনা। এ বছরে লেবার ও সার ঔষধের দাম বেশি থাকায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় আছি। এনিয়ে আর-ও যানান – বছরের শুরুতে প্রচুর বৃষ্টি হওয়াতে সাথি ফসলও ভালো হয়নি। তাই আখ চাষের জন্য সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবী জানান চাষিরা। যে হারে সার ঔষধের দাম বাড়ছে তাতে সরকারি সুযোগ সুবিধা না থাকলে এক সময় আখ চাষ বন্ধ হয়ে যাবে বলে জানান চাষিরা।