এস এম হুমায়ুন,বাগেরহাটঃ বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়নছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক আলফাজশেখ (২৫) সহ তিন গাজা ব্যবসায়ীকে গাঁজাসহআটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আটক তিন গাঁজা ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগেআটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম আশরাফুল আলম।
আটক সাবেক ছাত্রলীগ নেতা আলফাজ পেড়িখালীগ্রামের ইবরাহীম হোসেনের ছেলে। অপর দুইজনহলো, উপজেলার মানিকনগর গ্রামের মোস্তফিজেরপুত্র শেখ নাজমুল (২৭) ও একই গ্রামের জাহাঙ্গীরমোড়লের পুত্র আরিফ মোড়ল (২১)।
ওসি এস,এম আশরাফুল আলম জানান, রামপালথানা পু্লিশের এসআই সুবীর কুমার রায় বুধবাররাতে পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনেঅভিযান চালান। ওই সময় আলফাজ কে ২৩০ গ্রামগাঁজাসহ হাতেনাতে আটক করেন। একই দিন রাতেএসআই মবিন উপজেলার ফয়লা বাজারেরতারিকুলের ফার্নিচারের দোকানের সামনে ফাকারাস্তায় অভিযান অভিযান চালান। ওই সময়ে ৪০গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়লকেআটক করা হয়।
রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদকশেখ সাদী বলেন, ৪ বছর পূর্বে কমিটি বিলুপ্ত হওয়ারপরে সে কোন কমিটিতে নেই। ছাত্রলীগের সাথে তার কোন সম্পর্ক নাই।
উল্লেখ্য, ওসি আশরাফুল আলম গত ৩ মে রাতেরামপাল থানায় যোগদানের পর মাদক কারবারীদেরবিরুদ্ধে অভিযান শুরু করেন। গত মে মাসে ১০ টিমাদক মামলার বিপরীতে ১৪ জনকে এবং চলতিমাসের ৭ জুন পর্যন্ত ৪ টি মামলার বিপরীতে ৫জনকে আটকসহ ৭ জনের নামে মামলা হয়েছে।