এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ বিদায় বেলায় অশ্রুসিক্ত বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,চোখে ছিলো জল, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে বিরামপুর প্রেসক্লাব কাছ থেকে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এর যেন বিষাদে ভরা। বিদায়ের বেদনা যে কত কষ্টের সেটা যারা দেয় আর যারা নেয় তারা একমাত্র বুঝে।
শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন , বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সভাপতি হাফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি এস এম মাসুদ রানা, যুগ্ন সাধারন সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক এবিএম আবু মুসা, কোষাধক্ষ্য শাহ আলম মন্ডল, কার্যকারী সদস্য রায়হান কবীর চপল, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল আলিম, রেজাউন আলী, আব্দুর রউফ সোহেল, সেকেন্দার আলী, সামিউল আলম , নয়ন হাসান সহ আরো অনেকে ।
এর আগে বিরামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান।
বিদায়কালে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ভালো থাকুক বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ । আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক , রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।