স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর সহযোগিতায় (USAID) নবযাত্রা -২ প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার
ভিত্তিক সহিংসতা নিরসনে করণীয় বিষয়ক কর্মশালা আজ১২ জুন মঙ্গলবার সকাল ১১ টারদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।এ সময় তিনি বলেন আমাদের প্রত্যেকের অবস্হান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়ার প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনা এসেছে। স্হানীয় প্রশাসন, গ্রামের মানুষ এ ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়েছে।মেয়েদের বিয়ের বয়স নিয়ে আমরা সবাই যদি সচেতন থাকি কোন অবস্হাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবেনা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, ভাইস চেয়ার গৌরপদ বাছাড়,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়,,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃআমজাদ হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ,অধ্যক্ষ অসিম কুমার থান্দার,অধ্যক্ষ মওলানা আজিহুর রহমান ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার
সাংবাদিক মামুনুর রশিদ সাংবাদিক,যুকায়ের হোসেন লিংকন,নবযাত্রা প্রকল্পের স্টেফিন হেমবরম প্রমুখ।