মোঃ পারভেজ খান,মোংলা প্রতিনিধিঃ আজ (১৫ই জুন, ২০২৩) সকাল ০৯:৩০ ঘটিকার সময় “বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট-ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি লেড এডাপটেশন ইন বাংলাদেশ” প্রজেক্ট এর তত্ত্বাবধায়নে মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ডের দিগন্ত কলোনিতে নির্মিতব্য কমিউনিটি ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এর নির্মাণ (৪০,০০০ লি:) কাজের শুভ উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার সন্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। যেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলামিন গাজী, দিগন্ত প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, দিগন্ত কলোনির কমিউনিটি এডাপটেশন কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী। এছাড়াও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর পক্ষ থেকে মোঃ মামুন চৌধুরী (ম্যানেজার এল.এল.এ প্রজেক্ট) এবং প্রজেক্ট টিম এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে দিগন্ত কলোনির বসবাসকারী মানুষজন প্রজেক্ট টিমের সহায়তায় ২১ সদস্য বিশিষ্ট কমিউনিটি এডাপটেশন কমিটি গঠন করে। পরবর্তীতে এই কমিউনিটি এডাপটেশন কমিটির সদস্যবৃন্দ দিগন্ত কলোনির মানুষজনের জলবায়ু জনিত আপদের কারণে যেসকল বিপদাপন্নতার সম্মুখীন হয় সেগুলো থেকে উত্তরনের জন্য এলাকাভিত্তিক জলবায়ুজনিত অভিযোজন পরিকল্পনা (LCAP) প্রস্তুত করেন। কমিউনিটির মানুষজন উক্ত পরিকল্পনা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে কমিউনিটি ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। আর এই উদ্যোগটি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করছে আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক এবং অর্থায়নে আছে গ্লোবাল সেন্টার অন এডাপটেশন (GCA) ও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)।