মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাইমাইল ফাইজা ইন্ডাস্ট্রিজ লিঃ নামক পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে ফের শ্রমিকরা বিক্ষোভ ও সমাবেশ করেছে।
সোমবার (১৯ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশের পক্ষ থেকে মহাসড়কে অবরোধ তুলে নিতে বলা হলে, বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশকিছু পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় বেশকিছু শ্রমিকও আহত হয়েছে।
কারখানা শ্রমিকরা বলেন, আমাদের দিয়ে প্রতিদিন রাত ৩টা পর্যন্ত ওভারটাইম করানো হয়। এই ওভার টাইমের টাকা প্রতিমাসে বেতনের সঙ্গে দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয় না।
জুন মাসের ১৯ তারিখ হলেও গত মাসের বেতনের খবর নেই। গেল মাসের ওভারটাইম এবং বোনাস ঠিকমত না দিয়ে মালিকপক্ষের লোকেরা শুধু কাজ করায়। তাঁরা জানান, ঘন্টায় ১০ পিছ পোশাক কম করলে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট করা হয়। এখনকার কারখানা কর্তৃপক্ষরা চরম অত্যাচার করে।
শ্রমিকদের দাবী গেল-মে মাসের বেতন, চলতি মাসের হাফ বেতন ও গত মাসসহ জুন মাসের ওভার টাইমের টাকা তাঁদের দিতে হবে। তবে গত রোববার মালিকপক্ষের ঘোষণা অনুযায়ী গত-মে মাসের ওভারটাইমের টাকা শ্রমিকদের সোমবার সকালে পরিশোধ করার কথা ছিল। সকালে শ্রমিকরা কারখানায় আসেন এবং কাজে যোগ দেন। শ্রমিকদের দাবী এসময় কারখানা কর্তৃপক্ষরা তাঁদের সঙ্গে অসৎ আচরণ করেন। একটু পরেই তাঁদের ওভারটাইমের টাকা দেয়া হবে এমন কথা না জানালে শ্রমিকরা অসন্তোষ্ট হয়ে কারখানার সামনে এসে আবারো বিক্ষোভ মিছিল করে।
খবর পেয়ে ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা ও শিল্প পুলিশ অবস্থান নেন। কয়েকজন শ্রমিক সড়কে নামতে গেলে পুলিশ বাধা দেয়। ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা পুলিশের উপর ইট-পাটকেল দিয়ে ঢিল ছোড়ে। এ সময় শ্রমিকদের সঙ্গে শ্রলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৬ রাউন্ড টিয়ারশেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে কারখানার বেশকিছু শ্রমিক আহত হয়।
পুলিশ কারখানার বাহিরে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করার সময় শ্রমিকদের ইট-পাটকেলের ঢিলে বেশকিছু পুলিশ সদস্যও আহত হন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান জানান, গত রোববার শ্রমিকদের বলা হয়েছিল, সোমবারে ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে, কিন্তু কারখানা মালিক টাকা যোগার করতে একটু দেরি হওয়াতে শ্রমিকরা আবারো বিক্ষোভ শুরু করে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, কর্তৃপক্ষ সাথে আলাপ করে জানান, দুপুরের পরে তাঁদের ওভার টাইমে বিকাশের আশ্বাসে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তুলে নেয়। পরে আবার দুুপুরের দিকে শ্রমিকরা বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করতে যায়। পুলিশ তাঁদের সরিয়ে দিতে চাইলে পুলিশের উপর তাঁরা ঢিল ছোড়ে।
পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও তাঁদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।