মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে।
২০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা চামেলী বেগম,স্বাগত বক্তব্য তিনি বলেন,২০২০ সালের ফেব্রুয়ারী মাসে বোরহানউদ্দিন উপজেলার ৯ টি ইউনিয়ন সহ বোরহানউদ্দিন পৌরসভায় ১০-১৯ বছরের কিশোর কিশোরীদের বিভিন্ন অপরাধ প্রবনতা থেকে দূরে রাখতে এ ক্লাব চালু করা হয়।সপ্তাহে শুক্রবার ও শনিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ক্লাবের পাঠদান চলমান থাকে,এসময় শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে যাতে ক্ষুদা আসলে কষ্ট না পায় সে জন্য নাস্তা ও ব্যবস্থা করে থাকেন মহিলা বিষয়ক অধিদপ্তর।তিনি আরো বলেন,১০ টি ক্লাবেই শিক্ষার্থীদের ইভটিজিং,বাল্যবিবাহ,ধুমপান,মাদক প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতি ব্যাচে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন বলে ও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) হিরামন বৈদ্য,কুতবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,টগবী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024