মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ শিক্ষার মান উন্নয়নে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাক্ষেত্রে ইমোডিটা’র (ইমোশনাল ডিটাচম্যান্ট) প্রভাব: মনোসামাজিক অনুধ্যান”- শির্ষক সেমিনারে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১ট পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারে জেলা শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান।
ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এবং ওই কলেজের সমাজকর্ম বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ইসরাফিল।
শিক্ষার মান উন্নয়নে অন্তরায় ও প্রতিকার বিষয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যে কারণেই হোক একবার যদি শিক্ষার ধারাবাহিকতা থেকে বিচ্যুত হয়ে পড়ে তা হেলে সেই শিক্ষার্থীকে মূল শ্রোতে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। শিক্ষার ধারাবাহিকতা থেকে বিচ্যুত হওয়াটাই ইমোডিটা বা ইমোশনাল ডিটাচম্যান্ট। যে করণেই হোক কোন শিক্ষার্থীর জীবনে এই ইমোডিটা ঘটলে তখন ওই শিক্ষার্থী ধীর ধীরে শিক্ষার প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলে। এক পর্যায়ে সে ঝরে পড়ে। এই ঝড়ে পড়া রোধ করতে হলে পড়াশোনার ধারাবাহিকতা থেকে শিক্ষার্থীকে কোন ভাবেই বিচ্ছিন্ন করা যাবে না। যদি কোন কারণে কোন শিক্ষার্থী ইমোডিটার শিকার হয় তখন তাকে শিক্ষার মূল স্ট্রিমে ফিরিয়ে আনার জন্য বিশেষ কিছু অতিরিক্ত পদ্ধতি প্রয়োগ করতে হবে।
এসময় বক্তারা ইমোডিটা’র এই ধারণাটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এই ঝড়ে পড়া রোধ করতে হলে পড়াশোনার ধারাবাহিকতা থেকে শিক্ষার্থীকে কোন ভাবেই বিচ্ছিন্ন করা যাবে না। যদি কোন কারণে কোন শিক্ষার্থী ইমোডিটার শিকার হয় তখন তাকে শিক্ষার মূল স্ট্রিমে ফিরিয়ে আনার জন্য বিশেষ কিছু অতিরিক্ত পদ্ধতি প্রয়োগ করতে হবে।
এসময় বক্তারা ইমোডিটা’র এই ধারণাটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি শেখ ফজিলান্নেছা মহিলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক এ.এ.এম হারুনুর রশীদ,বাংলা বিভাগের প্রভাষক এম এ হালিম,উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ফরিদুজ্জামান প্রমুখ।