তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেল ৫ টায় তাহিরপুর সদর বাজার থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু কর্নারে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম আখঞ্জী, উপজেলা কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহীনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ নুর, উপজেলা যুবলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, শ্রমিক লীগ নেতা আক্তারুজ্জামান,মো: রবি মিয়া, মঈনুল হোসেন সোহেল, কৃষকলীগ নেতা ময়না মিয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহিরপুরে আমরা গ্রুপিং এর রাজনীতি চাই না। সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।