মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচী পালন করা হয়।
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমনের নেতৃত্বে, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি রমজান আলী, সাবেক যুগ্ম সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম, শরিফ রেজা পান্না, আতিক স্বপন, আসাদুজ্জামান লিটনসহ সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচীতে বক্তারা বলেন, ১৫ বছর ধরে ক্রীড়া সংস্থার নির্বাচন নেই। কোন খেলাধুলা নেই। অনেকে হয়ত বুঝতে চাচ্ছে না। ভাবছে ফুটবল না খেললে কি হয়, ক্রিকেট না খেললে কি হয়। এই কি এমন হয় ভাবতে ভাবতে স্টেডিয়ামের অচল অবস্থা। এই অবস্থায় থাকলে পরবর্তী প্রজন্ম তারা খেলবে কিভাবে। আর তারা যদি না খেলে তারা মানুষ হবে কিভাবে। আজকের প্রজন্ম কিভাবে বেড়ে উঠছে আপনারা সবাই জানেন। অদ্ভুদ কিসিমের মানুষ তৈরী হচ্ছি আমরা। নেই কোন খেলাধুলা, আনন্দ নেই কোন বিনোদন।
আজকে এই প্রজন্মের অবস্থা ব্রয়লার মুরগির মত। কারণ খেলাধুলার চর্চা নেই। এই খেলাধুলা পরিচালনার জন্য যে সংস্থা সেই সংস্থা আজ মুখ থুবড়ে পড়ে আছে। কিছু স্বার্থন্বেষী মহল এটাকে অচল করে রেখেছে। যার কারণে আন্দোলন করলেও কোন সুফল মিলছে না। তাদের স্বার্থের জন্য আজ মেহেরপুরের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে নির্বাচন না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচী ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।