মেহেরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালের দিকে পদযাত্রাটি বিটিসি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছহিউদ্দীন ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়।
পদযাত্রা সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার,ফেস্টুন ও ধানের ছড়া হাতে নিয়ে পদযাত্রায় অংশ নিয়েছেন।
পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
এসময় তিনি বলেন,আজকের এই এক দফা। এই সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা মনে করি এই গণজোয়ার কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধাক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনে রাজী হয়ে যায়।
আর যদি এটা না করেন তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এবং আমাদের দলীয় নেতাকর্মীরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে তারপর একটি জাতীয় সরকার কিংবা একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচনের প্রস্তুতি নিবে এই আশা ব্যক্ত করছি।
এসময় উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, আলমগীর খান ছাতু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুর রহিম,অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, আরিজুললা বাবলু মাস্টার,সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহামেদ বিজন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ
এছাড়াও জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু,ছাত্রদল নেতা আকিব জাভেদ সিনজিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ
মেহেরপুর জেলা,গাংনী ও মুজিবনগর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।