রাকিব হোসেন,ঢাকাঃ চলতি বছরে এডিস মশার প্রভাবে দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই ‘ডেঙ্গু প্রতিরোধে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এই স্লোগানে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পালন করেছে আমার প্রত্যয় ফাউন্ডেশন।
আজ (২২ ই জুলাই) রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় আমার প্রত্যয় ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড এ মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় কাউন্সিলর হাজী নজরুল ইসলাম ঢালী (৪০ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ মোস্তফা কামাল ও আকতার হোসেন অনিক।
সভাপতিত্ব করেন স্থায়ী সদস্য ও সভাপতি আল শাহরিয়ার ইরফান,পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো:মনির হোসেন,আরোও উপস্থিত ছিলেন স্থায়ী সদস্য ও সহ-সভাপতি ইনয় খন্দকার,স্থায়ী সদস্য ও সহ-সভাপতি হাসান আল মামুন, স্থায়ী সদস্য ও সভাপতি সাজিদ খন্দকার, স্থায়ী সদস্য ও খাদ্য,ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মাহিদ,স্থায়ী সদস্য ও সহঃসাংগঠনিক সম্পাদক কনক রায়,সাংগঠনিক সম্পাদক হিমেল মোস্তাকিম,সমাজ কল্যাণ সম্পাদক এম এ রুমেল,ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোহাম্মদ জুয়েল, সহ:অর্থ সম্পাদক মোছাম্মদ শিউলি,সহঃ নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার মিম, প্রচার সম্পাদক শ্রুতি রানী দে,শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাপলা সুলতানা,ক্রীড়া বিষয়ক সম্পাদক তাসলিম ইসলাম জয় , কার্যকরী সদস্য শামিম শেখ, সিয়াম মুজতাহিদ, মো:মনির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে আমার প্রত্যয় ফাউন্ডেশন। গতো সাড়ে তিন বছর কাজ করে যাচ্ছে আমার প্রত্যয় ফাউন্ডেশন মানুষের কল্যাণে। সর্বশেষে তারা ধন্যবাদ জানান সকল স্বেচ্ছাসেবকদের যাদের অক্লান্ত পরিশ্রমের প্রোগ্রামটি বাস্তবায়ন হয় এবং তারা বলেন যে ডেঙ্গু নিধনে প্রত্যেকটি সংগঠন ও এলাকার মানুষকে সচেতন হওয়া এবং কাজ করা অত্যন্ত জরুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধক হাজী নজরুল ইসলাম ঢালী মাননীয় কাউন্সিলর বলেন, ডেঙ্গু নিধনে অবশ্যই সবাইকে সোচ্চার হওয়া এবং ডেঙ্গু নিধনে প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিজের আঙ্গিনাকে।
উপদেষ্টা মোস্তফা কামাল ও আক্তার হোসেন অনিক বলেন, ডেঙ্গু নিধনে আমার প্রত্যয় ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল হোক সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং এলাকার মানুষকে ডেঙ্গু মুক্ত করার কার্যক্রমে ফাউন্ডেশন করে যেতে পারে সেই কামনা করছি।
পরিশেষে সকলের বক্তব্য শেষে মাইকিং, লিফলেট বিতরণ এবং প্রচার-প্রচারণা সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়।