বাগেরহাট জেলা প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই(সোমবার) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন কমিটির আয়োজনে সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৪ জুলাই থেকে শুরু হয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত হবে।
মতবিনিময় সভা থেকে শুধু প্রাতিষ্ঠানিক জলাশয়ে কেন মাছ অবমুক্ত করা হয় মুক্ত জলাশয়ে কেন নয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে,মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস বলেন,মাছের পোনা যেন সুরক্ষিত থাকে এজন্য এমন পরিকল্পনা তবে আগামীতে আমরা আপনাদের নিয়ে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবো।এছাড়াও নিষিদ্ধ মৎস্য জাল অপসারণ বিষয়েও কথা হয় এবং মৎস্য অফিসের গৃহীত কার্যক্রম নিয়েও সাংবাদিকদের সাথে আলোচনা করেন।
আলোচনার এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন বলেন,মাঠ পর্যায়ে যদি কোন ধরনের অসংগতি বা অবৈধ কিছু নজরে আসে তাৎক্ষণিক বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন এতে করে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো।এছাড়াও মাছ চাষের গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।কথা বলার এক পর্যায়ে তার বদলি জনিত বিষয়টি আলোচনায় আসলে তিনি আবেগঘন হয়ে পরেন এবং এতদিন তার কাজে গণমাধ্যমকর্মীসহ সকলের সহায়তা পাওয়ায় সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ তার বক্তব্যে উল্লেখ করেন,স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন।এ বিষয়ে তিনি বিভিন্ন ধরনের উদাহরণ টেনে বলেন আমরা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করি তবে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং বিভিন্ন নিষিদ্ধ জাল অপসারণের জন্য মৎস্য অফিসের অভিযান যেন অব্যাহত থাকে এ বিষয়েও কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃতাছমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রণব কুমার বিশ্বাস,যুব উন্নয়ন অফিসার জাহিদুর রহমান,মেরিন ফিশারিজ অফিসার দীপঙ্কর চক্রবর্তী।এছাড়া মতবিনিময় সভায় সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী ও কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশ নেয়।