মোঃ মজিবর রহমান শেখঃ সারা দেশের ন্যয় ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়। ২৫ জুলাই মঙ্গলবার সকালে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করেন ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডল। ঠাকুরগাঁও এলজিইডি’র আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে আলোচনা সভায় নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ সফিউল আলম, সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (পুর) মোঃ মাবুদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) গৌতম কুমার মৃধা, হিসাব রক্ষক মোঃ মুক্তার আলম প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও এলজিইডি’র বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো: শাহারুল আলম মন্ডল বলেন, পরিস্কার পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশ মানুষকে সেবা দেওয়া ও সারাদেশে ডেঙ্গু রোগের প্রকৌপ বেড়ে যাওয়ায় বর্তমানে পরিস্কার পরিচ্ছন্ন থাকা গুরুত্বপুর্ন। তিনি অফিস চত্বরের সকল ঝোপঝাড়, জমে থাকা পানি, সকল আবর্জনা পরিস্কার করা, অফিসের সকল নথি পত্র শ্রেণীভুক্তকরণ, চেয়ার, টেবিল, তাক, ফাইল কেবিনেট, জানালার পর্দা, গ্রীল, দরজা, জানালা, সকল ড্রেন, গেরেজ, স্টোর রুম, ল্যাব, গেস্টহাউজ, গার্ডরুম, সকল টয়লেট পরিস্কার করা এবং পুরাতন নথিপত্র বিনষ্ট করনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।