তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে পর্যটকবাহী দুই হাউজবোট নৌকার সংঘর্ষে স্বপ্ন নামের একটি হাউজবোট তলা পেটে পানিতে তলিয়ে যায়,এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার(২৬জুলাই)সকাল ১১টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকাল ১১টায় তাহিরপুর থেকে ছেড়ে আসা স্বপ্ন পর্যটকবাহী হাউজবোট নৌকাটি টেকেরঘাটের দিকে যাচ্ছিল,এমন সময় বিপরীত দিক টেকেরঘাট হতে ছেড়ে আসা জলযাত্রা পর্যটকবাহী হাউজবোট উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকার ইসলামপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে আসামাত্র তাহিরপুর হতে ছেড়ে আসা পর্যটকবাহী স্বপ্ন নামের হাউজবোট জলযাত্রা হাউজবোট নৌকার উপরে তুলে দিলে,স্বপ্ন নামের পর্যটকবাহী হাউজবোটের তলা পেটে পানিতে তলিয়ে যায়।তাৎক্ষণিক স্থানীয়রা এসে ডুবে যাওয়া হাউজবোটে থাকা পর্যটকদের উদ্ধার করে,নৌকাটি নদীর পাড়ে আনতে সক্ষম হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুনেছি দুটি নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে যায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।