মাসুম বিল্লাহ,জেলা প্রতিনিধি বগুড়াঃ দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে কারাদণ্ড দেওয়া রায়ের প্রতিবাদে শেরপুরে পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট বুধবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক চাঁন এ সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সদস্য হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, ফাহমুদুন্নবী পাভেল, আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, সোহানুর রহমান লাভলু, শাহ আরিফ, গেরামন আলী, এজিএস সেলিম, রাহুমা ইসলাম রিচি, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, শফিউল আলম সবুজ, অশোক মাহমুদ রোমান, আরিফুর রহমান তালাশ, ফরহাদ হোসেন, তারিকুল ইসলাম তারেক, রাফি আল আমিন, আসাদুজ্জামান পলাশ, সাব্বীর জায়দার, সালমান খান, মাহমুদুল হাসান মুন্না, জীবন, বেল্লাল হোসেন, লিটন হক, সুমন দাস, নুরে আলম শাকিল, মুন্না, সোহেল, রুমেল, সোবহান, শামীম, হারেজ, কুদরত,, মাসুম, জিন্নাহ, নিজাম উদ্দিন, সবুজ, নিশাত, আকাশ, আলম প্রমুখ।
সভায় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া রায়কে সরকারের ফরমায়েশি রায় উল্লেখ করে বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। বিএনপির চলমান একদফা আন্দোলনের অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ মামলা প্রত্যাহর নিশ্চিত করতে হবে। বিক্ষোভ সমাবেশে সকল আন্দোলন সফল করতে উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।