মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে আজ।
শনিবার (৫ই আগস্ট) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে নেতৃবৃন্দরা।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, নীলশতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমূখ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনকর্ম সম্পর্কিত স্মৃতিচারণ করেন বক্তারা।
উল্লেখ্য, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলো করে জন্মগ্রহণ করেন।