ষ্টাফ রিপোর্টারঃ আজ ০৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহিদ হোসেন পনির, যুগ্মসচিব, ভূমি মন্ত্রণালয়; জনাব আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; জনাব সেলিম আহমেদ, উপসচিব, ভূমি মন্ত্রণালয়; প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
সূচনা বক্তব্য প্রদান করেন জনাব মাসুম আহমেদ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।