স্বপন কুমার রায়,খুলনাঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে সিদান্ত থেকে সরে আসার পর এবার সিসি ক্যামেরা প্রকল্প ও বাতিলের কথা জানালেন ইসি।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোঃআলমগীররোববার ৬ আগস্ট রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ইসি আলমগীর বলেন,কমিশনের সদস্যদের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
চিন্তা-ভাবনাচও চিন্তা নেই কারণ ৩০০ আসনের যখন ভোট হয়,তখন চারলাখ ভোটকেন্দ্র থাকে।সেখানে বেশ কিছু ঝুঁকিপুর্ণ কেন্দ্র থাকবে, এতগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে তা পর্যাবেক্ষণ করা কঠিন।সে ক্ষেত্রে ঝুঁকিপুর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্হা নেওয়া এবং প্রয়োজনীয় সংখ্যাক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।এক প্রশ্নের জবাবে মোঃআলমগীর বলেন দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিষয়ে কমিশন কোনও চাপনেই।পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসাদিলে বিদেশি পর্যবেক্ষকেরবিষয়ে কমিশনের কোনও আপত্তি নেই বলে জানান তিনি।মোঃ আলমগীর জানান, ইতিমধ্যে সংসদ নির্বাচনের কেন্দ্র বাছাই করতে মাঠ পর্যায়েরকর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।এ ক্ষেত্রে জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বর চুড়ান্ত খসড়া তালিকা ইসিতে জমা দেওয়ার কথা রয়েছে।