নাটোর প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় হস্তান্তরের জন্যে আরো ১০৮টি বাড়ি প্রস্তুত হয়েছে। আগামী ৯ আগস্ট উপকারভোগীদের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে।
সোমবার বিকেল তিনটার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ওমর খৈয়াম, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা জোনাল কার্যালয়ের এজিএম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ জহুরুল ইসলাম সহ জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কমীরা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নলডাঙ্গা উপজেলায় মোট ভমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪৮৫টি। ইতোপূর্বে চারটি পর্যায়ে প্রথম ধাপে ৩৭৭টি পরিবারকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে।
এরমধ্যে প্রথম পর্যায়ে ৪০টি, দ্বিতীয় পর্যায়ে ১০টি, তৃতীয় পর্যায়ে ১২৭টি, চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ২০০টি এবং দ্বিতীয় ধাপে ১০৮টি বাড়ির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে।
আগামী ৯ আগস্ট ১০৮টি ভমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে এই হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুল হাসান জানান, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে সেমি পাকা একক গৃহ নির্মাণের কর্মসুচী হাতে নেয়া হয়।
তারই ধারাবাহিকতায় নলডাঙ্গা উপজেলায় প্রাথমিকভাবে ‘ক’ শ্রেণীর বিশেষ করে সকল ভুমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায় দরিদ্র পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারী খাস জমিতে পুর্নবাসন করা হচ্ছে বলে জানান তিনি।