মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা রায়হান-উজ্জামান এর সাথে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের পক্ষ থেকে ইউএনও কে বরণ করে নেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাসেল আহমেদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন।
৯ আগষ্ট বুধবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়।
এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া বলেন,বিগত দিনে যারাই বোরহানউদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন সকলেই সবার সাথে মিলে-মিশে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন”আশা করি আমাদের নবাগত ইউএনও রায়হান-উজ্জামান ও সফলতার আরো একধাপ এগিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন।