শাহীন সোহাগ,দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলায় হালিমা খাতুন মহিলা (ডিগ্রি) মহাবিদ্যালয়ে অধ্যায়নরত ২০২৩ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকাল ১০ টা কলেজ অডিটোরিয়ামে এবিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূরে আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সঞ্চালনা করেন শারীরিক শিক্ষক আব্দুল কাদের চৌধুরী (উজ্জ্বল)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মহাবিদ্যালয়ের সভাপতি পাঠান মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াছিন লিটন সাবেক চেয়ারম্যান উত্তর জয়নগর ইউনিয়ন, শাহে আলম বিডিআর সহ কলেজের প্রভাষক প্রভাষিকা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষার্থী প্রমূখ।
প্রধান অতিথি এইচ,এস,সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়। এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা পরীক্ষা সম্পূর্ণ করে বিভিন্ন স্ব-নামধন্য বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়। বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হও এটাই চাই।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের কে উপহার সামগ্রী দেওয়া হয়।