বিপ্লব তালুকদার,নাটোর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বেলা এগারোটায় ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন, ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড (বি.এম) কলেজের প্রভাষক মোঃ আরিফ বিল্লাহ।
ফরিদনগর স্কুল এন্ড (বি,এম) কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-
উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবু তপন কুমার সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন -সাধারণ সম্পাদক মোঃ মন্টু মিয়া প্রমুখসহ উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য,ছাত্র -ছাত্রী ও সকল শিক্ষক -শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রোমন্থন করে বলেন, বাঙালিকে একটি জাতি হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি দিয়েও বিশ্বাসঘাতকদের হাতে তাঁকে প্রাণ দিতে হয়েছে। শুধু তাঁকে নয় তাঁর পরিবারকে হত্যা করে। যা এ জাতির জন্য চরম লজ্জা ও ঘৃণার। পরে উক্ত অনুষ্ঠানে আখেরি মোনাজাত করেন হাফেজ মোঃ আইয়ুব আলী ফারুকী।