মোঃ ওসমান গনি ইলিঃ কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ ২ব্যাটালিয়ন সদস্যরা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ৫ কেজি ২শ ৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। তবে এ সময় চোরা কারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবির অভিযানিক দল।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন (ভারপ্রাপ্ত) রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার এর কর্ণেল মোঃ জিল্লাল হোসেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর রামু, কর্ণেল মোঃ মেহেদী হোসাইন কবির ও টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে নাফ নদীতে কৌশল গত অবস্থানে থাকা একটি উপদল একটি নৌকা কে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টেরপেয়ে নাফ নদীতে নাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া ওই নৌকা টি তল্লাশি করে ছয়টি প্লাষ্টিকের ব্যাগ দ্বারা মোড়ানো প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটের ভিতর হতে ৫ কেজি ২ শ ৬৮ গ্রাম আইস ও ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেন।
তিনি আরো বলেন, মাদক কারবারিদের আটকের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।