আসাদুজ্জামান সনেট,কালীগঞ্জ প্রতিনিধিঃ তখন ৬ষ্ট শ্রেনীর ছাত্র জাহাঙ্গীর আলম। হতদরিদ্র পরিবারের বড় সন্তান হওয়ায় প্রায়ই তাকে বাবা ফেরিওয়ালা মিরাজুল হকের সাথে কাজে যেতে হত। একদিন বাবার সাথে গিয়েছিল এক আইসক্রিম ফ্যাক্টরিতে। সেখানে ওই ফ্যাক্টরির মালিক ছোট্ট ছেলেটিকে দেখে তার ফ্যাক্টরিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাবা তার উত্তরে বলেছিলেন, আমার ছেলে লেখাপড়া শিখবে। তাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গ্রাজুয়েট বানাবো। প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করেও দেখতে চায় ছেলের গলাতে টাই ঝুলবে। বাবার এমন কথা শুনে ফ্যাক্টরির লোকজন তার সামনেই অট্টহাসি ও তাচ্ছিল্যভরে বাবাকে উপহাস করেছিল। সেই দিনের ঘঁটনায় বেশ কষ্ট পেলেও মনে জীদ এসেছিল একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে জাহাঙ্গীর। তাইতো শত বাধা ও দারিদ্রতার মধ্যেও জাহাঙ্গীরের আদম্য চেষ্টা বিফলে যায়নি। আজ সে দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ^বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে সদ্য ঘোষিত ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত। এখানেই শেষ নয়। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা ফেরিওয়ালা মিরাজের পরিবারে রয়েছে জাহাঙ্গীরের মত আরেক নক্ষত্র। জাহাঙ্গীরের সহোদর ছোট ভাই আলমগীর মোল্ল্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়।
কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজ পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানায়, তার পিতা মিরাজুল হক পেশায় একজন ফেরিওয়ালা। শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাসে ও পরিবহনে ফেরি করে বিভিন্ন খাদ্যদ্রব্য ও প্রসাধনী বিক্রি করে বেড়ান। মা জুলেখা বেগম শহরের অগ্রণী ব্যাংকের একজন পরিচ্ছন্নকর্মী। দুই ভাই দুই বোনের মধ্যে জাহাঙ্গীর বড়। ছোটবেলা থেকেই অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে বড় হতে হয়েছে তাকে। সদ্য ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত জাহাঙ্গীর জানায়, তার সফলতার পেছনে হতদরিদ্র বাবা মায়ের অবদানই বেশি। বাবা মায়ের সামান্য আয়ে শত অভাব অনটনের মধ্যেও তারা তার লেখাপড়া বন্ধ করেনি। বাবা ফেরি করে আর মা চাকুরীরি পাশাপাশি বাড়িতে হাস মুরগী ছাগল পালন করেই বাড়তি রোজগারে তাদের দু’ভাইয়ের লেখাপড়ার খরচ বহন করেছেন।
সরেজমিনে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা গেছে, টিনের ছাবড়া ও চাটাইয়ের বেড়া দিয়ে করা দুই রুমের খুপড়ি ঘরেই তাদের বসবাস। প্রতি রুমে ২ টি করে খাট রয়েছে। তার একটি রুমেই থাকত দুই নক্ষত্র জাহাঙ্গীর ও আলমগীর। এ সময় কথা হয় তাদের বাবা ফেরিওয়ালা মিরাজুল হকের সাথে। তিনি জানান, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ ৬ সদস্য্যর সংসার তার। ১৯৮৮ সাল থেকে তিনি হকারী পেশায় আছেন। তিনি গাড়িতে গাড়ীতে বাদাম, শোষা, তিলের খাঁজাসহ বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করেন। তার স্ত্রী অগ্রণী ব্যাংকের একজন পরিচ্ছন্ন কর্মী। স্বামী- স্ত্রীর সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তিনি জানান, অভাবের কারনে তার দুই মেয়েকে মাধ্যমিক পেরনোর আগেই বিয়ে দিয়ে দিয়েছেন। কিন্তু তার ইচ্ছা ছিল দুই ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। এজন্য তাদের পড়ালেখার খরচ বহনে বিভিন্ন সময়ে এনজিও থেকেও ঋণ নিয়ে দেনাও হতে হয়েছে। তবে, আজ তিনি সার্থক হয়েছেন বলে এক দীর্ঘনিঃশস ছাড়েন।
মিরাজুল হকের স্ত্রী জুলেখা বেগম জানান, চাকুরির পাশাপাশি তিনি বাড়িতে হাস মুরগী ছাগল পালন করতেন। অভাবের সংসারে খেয়ে না খেয়ে তারা অনেক কষ্টে ছেলে দুটির পড়ালেখা চালিয়েছেন। আজ ছেলেদের সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় সহ সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন।
ঢাকা বিশ^বিদ্যারয়ে অধ্যায়নরত অবস্থায়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল জাহাঙ্গীর। তার দুটি ছেলে মেয়ে। স্ত্রী একজন গৃহিনী। তার এই সাফল্যের পেছনে মায়েরই বেশি অবদান জানিয়ে জাহাঙ্গীর বলেন, কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়। ২০১৮- ১৯ শিক্ষা বর্ষে মাষ্টাস শেষ করে করোনার কারনে বাড়িতে চলে আসেন। এরপর কালীগঞ্জ বড় সিমলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। এরিমধ্যে সে বিসিএসে অংশ নিয়ে ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়। জাহাঙ্গীর জানায়, তার ফেরিওয়ালা পিতা একজন বঙ্গবন্ধু প্রেমিক মানুষ। পিতার নিজের প্রচেষ্টায় এম ইউ কলেজের সন্মুখে গড়ে তুলেছেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার। তার পিতার আরো এক স্বপ্ন পাঠাগারটি একদিন আলোর মুখ দেখবে। জাহাঙ্গীর জানায়, পিতা আমার স্বপ্ন পুরন করেছে। তাই আমিও আমার চাকুরির অর্থ দিয়ে একদিন পিতার স্বপ্ন পূরন করব।
এক ফেরিওয়ালার পরিবারে দুই নক্ষত্র, এ যেন ভাঙ্গা ঘরে চাঁদের আলো। এমনটাই মন্তব্য করে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, চেষ্টা মানুষকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। ফেরিওয়ালা মিরাজুল তার জ¦লন্ত প্রমান। তার দুই ছেলের সাফল্য আজ কালীগঞ্জবাসীকে গর্বিত করেছে। তিনি তাদের মঙ্গল কামনা করেছেন।