আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ: রহিম খান এবং আমাদের সময়ের রাজাপুর উপজেলা প্রতিনিধি নেয়ামুল আহসান হিরন এর বাবা বিএনপির একনিষ্ঠ কর্মী মোঃ সেলিম তালুকদারের মৃত্যুতে নবম জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়ার) বিএনপি মনোনীত প্রার্থী, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম জামাল গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার ২৪ আগস্ট দুপুরে এক শোক বার্তায় তিনি এই দুই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে আজ ভোর ৫ টা ১৫ মিনিটের সময় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসে পানি জমার কারনে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সেলিম তালুকদার এবং বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সকাল ১০ টা ৩০ মিনিটের সময় রাজাপুর সদর ইউনিয়নের ফুলহার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
শোক বার্তায় রফিকুল ইসলাম জামাল বলেন, এই দুইজনের মৃত্যুতে ঝালকাঠি বিএনপি পরিবার শোকাহত। আ: রহিম খান রাজাপুর উপজেলা বিএনপির অবিচ্ছেদ্য অংশ। দলের জন্য অনেক অবদান রয়েছে তার। রাজাপুর উপজেলা বিএনপি সুসংগঠিত করতে রাজাপুরের যে ক’জন শ্রম দিয়েছেন তাদের মধ্যে আ: রহিম খান অন্যতম। তার মৃত্যুতে রাজাপুর উপজেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি শুধু তার এলাকায় নয় পুরো রাজাপুরের মানুষের কাছে ছিলেন একটি ভালোবাসার মানুষ। এক কথায় বলতে গেলে তিনি নিজেই বিএনপির একটি ভোটব্যাংক ছিলেন। তার কথায় সাধারণ মানুষ শহীদ জিয়ার “ধানের শীষ” সহ বিএনপির মনোনীত সকল নির্বাচনের প্রার্থীকে বিনা দ্বিধায় ভোট দিত তার প্রমান আমি নবম জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছি। আমার নির্বাচনে তিনি নিরলস ভাবে কাজ করেছেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দলকে কতটা ভালোবাসলে দিন রাত দলের জন্য উজার করে দিতে পারে তার জলন্ত প্রমাণ তিনি। তার মৃত্যুতে বিএনপি এক নিবেদিত প্রাণ নেতাকে হারাল। রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান রাজাপুরের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সবসময়।
অন্যদিকে একই শোকবার্তায় মোঃ সেলিম তালুকদারের সম্পর্কে তিনি বলেন, জাতীয়তাবাদ পরিবারের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। কখনো দলীয় পদ পদবিতে না থেকেও দলের জন্য ছিলেন নিবেদিত। তার সকল আপন ভাই, সন্তান, ভাতিজাদের অনেকেই দলীয় বিভিন্ন পদে রয়েছেন।
এছাড়াও এই দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। উপজেলার বিভিন্ন মহল, ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।