শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শাহজাদপুর ঐহ্যিবাহি শিক্ষা প্রতিষ্ঠান শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ এবারে ২০২৩ সালে জেলার মধ্যে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান(কলেজ) হিসেবে স্বীকৃতি পেয়েছে । কলেজে আনন্দের বন্যা।
জানা গেছে,পৌর এলাকার বিসিক রোড সংলপ্ন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ বরাবরই শিক্ষার ব্যাপারে সুনাম অর্জন করে আসছে । তারই ধারাবাহিকতায় এবারেও গত ২২ আগষ্ট সিরাজগঞ্জ জেলা প্রসাশক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
গতকাল এ সংবাদ কলেজে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে পড়ে । এ সময় বিদ্যালয়ে মিষ্টি বিতরন করা হয় । অধ্যক্ষ রুহুল আমিন জানান, প্রধানমন্ত্রি দেশকে উন্নত রাষ্ট গঠন করার লক্ষে দিনরাত কাজ করে যাচ্ছে । উন্নত রাষ্ট হতে হলে জাতিকে অবশ্যই শিক্ষিত হতে হবে । প্রধানমন্ত্রির শিক্ষার ব্যাপারে বিশাল ভুমিকা নিয়েছেন। এ জন্য আমাদের মুলনীতি সঠিক শিক্ষা দেয়া এবং মুক্তিযদ্ধের প্রকৃত ইতিহাস জানা । তার এই স্বীকৃতি আমাদের আরও চিন্তা বাড়িয়ে দিল । এসময় আরও উপস্তিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আব্দুর রফিক, সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, সরোয়ারদি আজাদ, মমতাজ মহল, আলমাছ আনছারি প্রমুখ।