এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ বৃস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এর বিরামপুর ঘোড়াঘাট রেলগুমটি নুর প্লাজার সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। দিনাজপুর সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ বিরামপুরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উক্ত দুর্ঘটনায় দুইজন নিহত পরিবারের খোঁজখবর নেয়ার নির্দেশ প্রদান করেন, বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন কে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক বিরামপুর হাসপাতালে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুইটি পরিবারের খোঁজখবর নেন এবং জেলা প্রশাসকের নির্দেশে সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বড় বাইলশিরা গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান (৬০) এর পরিবারকে ২৫ হাজার টাকা অর্থ প্রদান করেন, অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর পৌর শহরের দোসরা পলাশবাড়ী গ্রামের সুলতানের ছেলে সিয়ামের (৪) পরিবারকে ২৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।
ঘটনার বিবরণে জানা যায় গতকাল বৃহস্পতিবার বৈকাল ৪ ঘটিকায় দিনাজপুর বিরামপুরে ট্রাক ও আটো-র্চাজার এর মুখোমুখি সংঘর্ষে আটো র্চাজার যাত্রী আব্দুর রহমান (৬০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ যাওয়ার পথে বিরামপুর পৌর শহরের দোষরা পলাশবাড়ী গ্রামের সুলতানের ছেলে সিয়াম (৪) এর মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও ৪ জন।
এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪ টার দিকে ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা ট্রাক ও বিরামপুর থেকে ছেড়ে যাওয়া আটো রিক্সা এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ঘাতক ট্রাকের চালক ও সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে।