মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সুন্দরবন থেকে ৪০কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী অফিসের সদস্যরা। রোববার (২৭ আগষ্ট) ভোর রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা রেঞ্জের অওতাধীন সুন্দরবনের হাজির ভারানি নামক স্থান থেকে এই মাংস উদ্ধার করা হয়।
বনকর্মীরা শিকারীদের ব্যবহৃত নৌকা, হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুসঙ্গিক মালপত্র উদ্ধার করে। তবে হরিণের মাংস ফেলে পালিয়ে যায় শিকারীর দল।
বনবিভাগ জানায়, একদল চোরা শিকারী গহীন সুন্দরবনে হরিণ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারি রেঞ্জের নেতৃত্বে বুড়িগোয়ালিনী অফিসের সদস্যরা রোববার ভোররাত সাড়ে ১২টার দিকে হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ শিকারীদের ব্যবহৃত নৌকা এবং আনুসঙ্গিক মালপত্র জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোন শিকারীকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সাথে জড়িত শিকারীদের চিহ্নিত করে আটক করার চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে তিনি জানান।