তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় জেলা বি এনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বি এনপির নেতা কর্মী সমর্থকবৃন্দ মিছিল সহকারে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদেন
সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য মোনাজাত করা হয়।
পরে বি এনপির নেতা কর্মী সমর্থকেরা একটি রেলী বের করে শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়
জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় বি এনপির সম্মানিত সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বি এনপির সহঃ সভাপতি জয়নুল জাকেরিন, জেলা বি এনপির সাবেক আহব্বায়ক নাছির উদ্দীন চৌধুরী,সহ সভাপতি নাদের আহমেদ, আবুল কালাম, জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল সহ তৃনমুল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, আজকে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, দ্রব্যমুল্যের উর্ধগতিতে মানুষ আজ দিশেহারা,বিদ্যুতের নামে বেলকিবাজী, নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে প্রতিনিয়ত এই অবৈধ সরকার তারা আরও বলেন জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনীতি ও দর্শন নিয়ে খালেদাজিয়া রাজনীতিতে আসার পর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন,এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তিনি দেশের মানুষের অকুণ্ঠ ভালবাসা নিয়ে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এখন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে চলেছেন।