মোঃ ওসমান গনি ইলি,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজার নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে মিথ্যা বানোয়াট ও হয়রানি মূলক মানহানি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন কক্সবাজার আদালত। আদালত-২ এ একটি মানহানি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪৭/২৩ ইং। মামলাটি ৩১ আগস্ট বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য্য ছিল। এদিন শুনানি শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন, বিবাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাজ্জাদুল করিম। উল্লেখ্য ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধা শিক্ষক খুরশিদুল জান্নাত ইতি পূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর কক্সবাজার সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার অর্জন করেন।