এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ অধিনায়ক এই জয়ের পুরো কৃতিত্বটা দিয়েছে দলকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (৩ সেপ্টেম্বর) প্রথমে ব্যাটিং করে মিরাজ ও শান্তর শতকে ৩৩৪ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ২৪৫ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। ৮৯ রানের জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছেন টাইগাররা। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করায় ম্যাচ শেষে পুরো দলকে এই জয়ের কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ জয়ে বেশ খুশি সাকিব। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা সবদিক থেকেই খুব ভালো খেলেছি। টসে জেতাটা আমাদের জন্য ভাগ্যের ছিল। আমরা আমাদের পরিকল্পনাটা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। পেসাররাও বেশ ভালো বোলিং করেছে। এটা বোলারদের জন্য সহজ উইকেট ছিল না।’আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেহেদি হাসান মিরাজ। ম্যাচে অপরাজিত ১১২ রানের ইনিংসের পর বল হাতেও তুলে নিয়েছেন নাজিবুল্লাহ জাদরানের উইকেট।গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরেও, আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের। যদিও তারা এখন টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে আফগানিস্তানের শেষ ম্যাচে নেট রানরেট হতে হবে +০.৩৭৪। আফগানদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+০.৩৭৪= ২.১৫৪। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট মাইনাস হয়ে নেমে যাবে +০.৯৫১-২.১৫৪= -১.২০৩। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলঙ্কা।