উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ আজ (৫-সেপ্টেম্বর) দুপুর ২-টায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বিরত্বগাথা শুনানো অনুষ্ঠান,এবং শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিতব্য হয়,বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে,পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মোহাম্মদ জহুরুল ইসলাম রোহেল, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জনাব,একে এম নূর হোসেন নির্ঝর,উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়ার রাজশাহী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধারা, অমল কান্তি চৌধুরী মুক্তিযোদ্ধা, মোঃ মাজদার রহমান সশস্ত্র বাহিনী, মোঃ আব্দুল সামাদ মুক্তিযোদ্ধা, মোঃ আব্দুল কাদের মুক্তিযোদ্ধা,এবং উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ চলাকালীন কিছু স্মৃতি বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীদের মাঝে,যুদ্ধের কিছু কথা স্মৃতিচরন করেন,এবং যুদ্ধ বিষয় নিয়ে,শিক্ষার্থীরা,মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় একে একে জানতে চাইলে,মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের সুন্দরভাবে,জানা-অজানা কথাগুলো শেয়ার করেন।
এবং সবশেষে,মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন,সেই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ১০ জন শিক্ষার্থী সঠিক প্রশ্নের উত্তর দিয়ে,পুরস্কৃত হন।