নিজস্ব প্রতিবেদকঃ এই সরকারের দিন ঘনিয়ে আসছে। এজন্য এই অবৈধ সরকার টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। ফরমায়েশি মামলায় রায় দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কারাগারে পাঠাচ্ছে। রাজশাহীতেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহŸায়ক আবু সাইদ চাঁদকে কারাগারে আটক রেখেছে। ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবীতে তারুণ্যের রোড মার্চ উপলক্ষ্যে রোববার বাংলাদেশ জাতীয়বাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে রাজশাহীতে রোড মার্চ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর এই কথা গুলো বলেন।
তিনি বলেন, গত শনিবার রংপুর রোড মার্চে যেমন জনতার ঢল নেমেছিলো তেমনি রাজশাহী বিভাগীয় রোড মার্চের জনতার ঢল নেমেছে। সকাল ১০টায় বগুড়া থেকে শুরু হওয়া রোড মার্চে এত পরিমান নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহন করেছেন যে রাস্তায় তারা ছাড়া আর কেউ ছিলোনা। এছাড়াও রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ হাত নেড়ে তাদের সমর্থন জানান। সেইসাথে রোড মার্চের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগে বাধ্য করতে তাঁদের অনুরোধ করেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই সরকার সেলফি বাজ হয়ে গেছে। মনে করছে এই সেলফি দিয়ে জনগণকে আবারো বোকা বানিয়ে ক্ষমতায় যাবেন। কিন্তু আসায় এবার ছাই পড়েছে। এবার বিএনপি ও সমমনা দলগুলো কোনভাবেই এই সরকারের পাতানো ফাঁদে পা দেবেনা। তারণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি। আর এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবশ্যই নিদর্লীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।
প্রধান অতিথি আরো বলেন, গণতন্ত্রের মা তিনবারের সাকে প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপর্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে এই সরকার বিদেশে নিয়ে চিকিৎসা নিতে দিচ্ছেন না। তাঁর কিছু হলে এই সরকারকেই সম্পূর্ন দ্বায়ভার গ্রহন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ চায় এই সরকারের পতন। কারন এই সরকার প্রতিটি ক্ষেত্রে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। নিত্যপন্য দ্রব্য মুল্য মানুষের নাগালের বাহিরে চলে গেছে। মানুষ এখন দুর্ভিক্ষের দিকে ধাপিত হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই সরকারের পদত্যাগ ছাড়া কোন পথ নাই। এই বিনা ভোটের সরকারের পতনের মধ্যে দিয়ে এদেশে নতুন সুর্য্য উদয় বলে উল্লেখ করে তিনি। শেষে এই আয়োজনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
উল্লেখ্য রোড মার্চ পর্যায়ক্রমে বগুড়া থেকে শুরু হয়ে গাবতলী, সান্তাহার, নওগাঁর নওহাটা মোড়, মান্দা ফেরিঘাট ও কেশরহাটে পথসভা করে রাজশাহী পাঠানপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহের সামনে এসে শেষ হয়। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাবুদ্দিন টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহবান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এডভোকেট নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশীদ, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, শফিকুল আলম শাফিক, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন ।
আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে.এম.এস মুসাব্বির সাফি, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মাসুম রাসেল, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজামান জনি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল আলম মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার ও সদস্য সচিব আলামিনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, থানা ও রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।