এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে সরকার বেঁধে দেওয়া দাম নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং সহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যেগে বিরামপুর নতুন বাজার, কলেজ বাজারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের
পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি ও সরকারের বেধে দেওয়া
মূল্য স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা
পযায়ে ৩৫-৩৬ টাকা বিক্রয় করতে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম , ভূমি অফিসের নাজির তরিকুল ইসলাম, থানার সহকারী উপ-পরিদর্শক বাদল চন্দ্র সরকার সহ সঙ্গীয় ফোর্স।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন জানান, নিয়মিত বাজার
তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ব্যবসায়িদের সচেতন
করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন, কোনো ভোক্তা অভিযোগ করলে তাতক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।