নিজস্ব প্রতিবেদকঃ নাটোরে সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন অত্র ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রধান অতিথি ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।
সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, সেক্রেটারি আরিফ মিয়া, বরেন্দ্র চলন খ-অঞ্চলের ডিরেক্টর ওয়াজেদ আলী খাঁন, জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা, সাবেক ডিরেক্টর ও বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত রোজারিও, নাটোর ও বগুড়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস।
লালপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক অলক কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিংড়া কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান আবুবক্কার সিদ্দিক, সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মজনু মিয়া, সেক্রেটারী আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল কাদের, ডিরেক্টর গোলাম ছরওয়ার, বেলায়েত হোসেন, জাকির হোসেন, বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সহ অত্র ক্রেডিট ইউনিয়ন ও কালবের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এদিন সমিতির বার্ষিক আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে সার্বিক বিষয়ে মতবিনিময় হয়। শেষে লটারী প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।